ডিব্রুগড়ের বুড়িদিহি নদীতে জ্বলছে আগুন। আতঙ্কে কাঁপছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ের নাহারকাটিয়ার সাসোনি গ্রামে ঘটনাটি ঘটেছে। তেলের পাইপলাইন বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডুলিয়াজান প্ল্যান্ট থেকে তেলের একটি পাইপ নদীর তলা দিয়ে গিয়েছে। সেই পাইপলাইনটি ফেটে গিয়েই নদীতে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আগুন নেভাতে গিয়ে হিমশিম অবস্থা আসাম সরকারের। কেন্দ্রের পাশাপাশি এগিয়ে এসেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দেখুন সেই ভিডিও –


