কলকাতা

অসহযোগিতার অভিযোগে ফের মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় দলের

রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা মুখ্য সচিব কে চিঠি দিয়েছেন। এই নিয়ে তাদের তরফ থেকে রাজ্য সরকারকে মোট চারটি চিঠি দেওয়া হলেও কোন চিঠির জবাব দেওয়া হয়নি বলে দক্ষিণবঙ্গে আসা পর্যবেক্ষক দলের প্রধান অপূর্ব চন্দ্র অভিযোগ করেছেন করোনা পরিস্থিতি পরিদর্শন করতে যাওয়ার সময় কেন তাঁদের সঙ্গে স্বাস্থ্য দফতরের অধস্তন আধিকারিকদেরই তাঁদের সঙ্গে পাঠানো হচ্ছে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পর্যবেক্ষকরা যদি নিজেদের দায়িত্বে পরিদর্শন করেন তবে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে তা নিয়েও ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কোয়রান্টিন সেন্টার, উলুবেড়িয়ার সঞ্জীন হাসপাতাল এবং সালকিয়া হাসপাতাল পরিদর্শনে যান কেন্দ্রীয় পর্যবেক্ষরা। সেখানে কী কী খামতি তাঁদের চোখে পড়েছে, রাজ্যকে লেখা দ্বিতীয় চিঠিতে এ দিন সে প্রসঙ্গও উঠে এসেছে।