অস্ট্রেলিয়া: ২২৩-১০ (স্মিথ ৮৫, কেরি ৪৬)
ইংল্যান্ড: ২২৬-২ (রয় ৮৫, রুট ৪৯ )
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কিন্তু, শুরুতেই বিপর্যয়ের মুখে পড়তে হয় তাঁদের। যে টপ অর্ডারের উপর ভর করে গোটা টুর্নামেন্ট কাঁপিয়ে আসছে অজিরা, সেই টপ অর্ডারই এদিন ডুবিয়ে দিল অস্ট্রেলিয়াকে। মাত্র ১৪ রানের মধ্যে ৩ টি উইকেট খুঁইয়ে চাপে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। চাপের মুখে স্টিভ স্মিথ অনবদ্য অর্ধশতরানের ইনিংস না খেললে হয়তো আরও লজ্জার মুখে পড়তে হত ক্যাঙারু বাহিনীকে। এদিন ৮৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন স্মিথ। বিশ্বকাপের নক-আউট পর্বে এই নিয়ে চতুর্থ অর্ধশতরান স্মিথের। এর আগে একমাত্র শচীন তেণ্ডুলকরই নক আউটে ৪ টে অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করেছিলেন। মূলত স্মিথের এই অর্ধশতরানে ভর করেই ২২৩ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায় অস্ট্রেলিয়া।