দেশ

আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই নজরে নীতি আয়োগের প্রাক্তন সিইও

 নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া আর্থিক তছরুপ মামলায় এবার নীতি আয়োগের প্রাক্তন সিইও’র বিরুদ্ধে পদক্ষেপের পথে সিবিআই। কেন্দ্র সরকার সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। ফলে নজরে নীতি আয়োগের প্রাক্তন সিইও সিন্ধুশ্রী খুল্লার-সহ অন্যান্যরা।সিবিআইয়ের তালিকায় নাম রয়েছে ক্ষুদ্র শিল্প মন্ত্রকের সচিব অনুপ কে পুজারি, তৎকালীন অর্থ মন্ত্রকের নির্দেশক প্রবোধ সাক্সেনা ও আর্থিক বিষয়ক সহকারি সচিব রবীন্দ্র প্রসাদদের মতো নামজাদা কর্তাদের। আইএনএক্স মিডিয়া মামলায় এরা সকলেই যুক্ত রয়েছে বলে অনুমান সিবিআইয়ের। আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যেই কারাগারে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবার নজরে আরও। সিন্ধুশ্রী খুল্লার ২০০৪-০৮ সালে অর্থ বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। আর পুজারি ছিলেন যুগ্ম সচিব পদে ২০০৬-১০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। আর ২০০৮-১০ সাল পর্যন্ত প্রবোধ সাক্সেনা সংশ্লিষ্ট দফতরের নির্দেশক পদে ছিলেন।ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড (এফআইপিবি)-র নথিতে গরমিলের অভিযোগে ২০১৭ সালের ১৫ মে নাগাদ এফআইআর করে সিবিআই। তার পরেই আইএনএক্স মিডিয়ার মালিক পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। সেই মামলাতেই কয়েক মাস আগে পাকড়াও করা হয় চিদম্বরমকে। এবার নজরে অন্যরাও।