দেশ

‘আক্রান্ত হলে ভয়ের কিছু নেই’, সুস্থ হয়ে জানালেন দিল্লির করোনা আক্রান্ত এক ব্যবসায়ী

করোনা ভাইরাসে আক্রান্ত হলে ভয়ের কিছু নেই ৷ এই রোগের চিকিৎসাও খুবই ভালোভাবে হয় ৷ সুস্থ হয়ে একটি জাতীয় সংবাদ মাধ্যমে একথা জানালেন দিল্লিতে প্রথম কোরোনা ভাইরাসে আক্রান্ত ৪৫ বছর বয়সি ব্যবসায়ী ৷ দিল্লির সফদরজং হাসপাতালে গত দু’সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছিল ৷ তিনি বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ এটা একটা সাধারণ জ্বরের মতোই ৷ আমাদের স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো ৷ বিশ্বের মধ্যে অন্যতম ৷ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলোতে সূর্যের আলো ঢোকে না এমন২/২-র ঘর নয় ৷” ওই ব্যক্তিকে আগামী ১৪ দিন বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছে চিকিৎসকরা ৷ নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি ২৫ ফেব্রুয়ারি ইউরোপ থেকে দেশে ফিরি ৷ পরের দিন থেকেই জ্বর আসে ৷ চিকিৎসক জানান, গলায় সংক্রমণ হয়েছে ৷ তিনি আমাকে তিন দিনের ওষুধ দেন ৷ ২৮ তারিখে আমি সুস্থ হয়ে যায় ৷ কিন্তু, ২৯ তারিখ থেকে আবার জ্বর আসতে শুরু করে ৷ এরপর আমি রাম মনোহর লোহিয়া হাসপাতালে যায় ৷ সেখানে আমার পরীক্ষা করা হয় ৷ ১ মার্চ জানা যায়, আমি করোনা আক্রান্ত ৷” করোনা ভাইরাসে আক্রান্ত এই কথা শুনে প্রথমে ভয় পেয়েছিলেন বলেই জানালেন তিনি ৷ তিনি এও বললেন, “সত্যি কথা বলতে, চিকিৎসকরা না জানানোর আগে পর্যন্ত আমি ইতিবাচক ছিলাম ৷ তারপর আমাকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে এক দল চিকিৎসক এসে জানান, আমি সুস্থ হতে পারি ৷”