কলকাতা

আগামিকাল ধর্মঘট হবেই, সকাল ও রাতের বাজার করে রাখুন, বার্তা বিমানের

বুধবার ধর্মঘট বাম নেতাদের গলায় প্রত্যয়ের সুর। বিমান বসু স্পষ্ট করেছেন, ধর্মঘট হচ্ছেই। সাধারণ মানুষকে বাজার করে রাখার বার্তাও দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। আর্থিক মন্দা, বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় জনসংখ্যাপঞ্জির বিরোধিতায় বুধবার ভারতজুড়ে বনধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। কৃষক সংগঠনগুলি তাদের সমর্থন করেছে। পশ্চিমবঙ্গে বনধ সফল করতে রাস্তায় নামার কথা আগেই জানিয়েছে বামেরা। এদিন বিমান বসু বলেন,”আগামিকাল ধর্মঘট হচ্ছে, ধর্মঘট হবেই। জনগণের কাছে আবেদন করব, সকালের ও রাতের বাজার আজকে করে রাখবেন। নইলে অসুবিধা হবে। দোকান-বাজার সব বন্ধ থাকবে। ধর্মঘটের বিরুদ্ধে অপপ্রচারের বিপথে চালিত হবেন না। সকাল থেকে রাত পর্যন্ত ধর্মঘট হবেই।”