কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হয়েছে ৭ মাস হয়ে গেল। সেই তখন থেকেই বন্ধ রয়েছে উপত্যকায় স্কুলের দরজা। সেই বন্ধ থাকা স্কুলের দরজাই এবার খুলে যেতে চলেছে আগামী সোমবার থেকে। জম্মু-কাশ্মীরের শিক্ষা দফতরের ডিরেক্টর ইউনিস মালিক জানিয়েছেন, ‘প্রাইমারি ও মিডল স্কুল আগেই খুলে দেওয়া হয়েছিল। বুধবার থেকে সেই সব এলাকার হাইস্কুলও খুলে দেওয়া হবে যেখান থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’


