কলকাতা

আগামীকাল থেকে ক্যাম্পাসে ফিরছেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত

১৬ দিনের মাথায় ক্যাম্পাসে ফিরছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত ৷ চিকিৎসকের অনুমতি নিয়ে আগামিকাল, সোমবার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি ৷ তবে, এবার বেশ কিছু কড়া নির্দেশ মেনে চলতে হবে তাঁকে ৷ তাঁর চিকিৎসক জানিয়েছেন, চাপ তাঁর স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় ৷ তাই সেই সমস্ত নিয়ম মাথায় রেখে কাজে যোগদান করবেন উপাচার্য ৷ তিনি জানান, “এবার আমায় ক্যাম্পাসে ফিরতেই হবে ৷ বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো সারতে হবে ৷” উল্লেখ্য, গত 1 মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠনদের বার্ষিক সভাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন বাম ও অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা ৷ শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে থাকায় এক ছাত্রনেতা আহত হয়েছিলেন বলেও অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা হয়। তিনি নিজেও আহত হন। তাঁর নিরাপত্তারক্ষী এলং চালকেরও চোট লাগে ৷ এর পাশাপাশি বহু অধ্যাপক এবং ছাত্ররাও সেদিন আহত হয়েছিলেন বলে অভিযোগ ৷ তাঁদেরই একজনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত ৷ অভিযোগ, সেখানেই আন্দোলনকারী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি ৷

তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ তাঁর রক্তচাপের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল ৷ বছর চারেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ তাই এবারে রক্তচাপ বেড়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্তর্বর্তী উপাচার্য ৷ তবে, হাসপাতাল থেকে ছাড়া পেলেও, ১৫ দিন বাড়িতেই বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা ৷ সেই পনেরো দিনের বিশ্রামের পর অবশেষে তাঁকে কাজে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসক ৷ অন্যদিকে, উপাচার্যের সঙ্গে বৈঠক চেয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা ৷ এমনকী উপাচার্য হাসপাতালে ভর্তি থাকার সময় পড়ুয়াদের প্রতিনিধি দল গিয়ে দেখাও করেছিল তাঁর সঙ্গে ৷ সেই সময়ও নিজেদের দাবি নিয়ে কথা বলেছিলেন আন্দোলনকারীরা ৷ দ্রুত ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছিলেন অন্তর্বর্তী উপাচার্য ৷ যদিও, ইতিমধ্যেই সহ-উপাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে ৷ ভাস্কর গুপ্ত এ দিন বলেন, “চিকিৎসক আমাকে দু’সপ্তাহ আরও বিশ্রাম নিতে বলছিলেন ৷ তবে, আগামিকাল থেকে আমি ক্যাম্পাসে ফিরব ৷ একটা বৈঠক করতে গেলে, আগে থেকে অনেক নিয়ম থাকে ৷ তাই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার রুটিন কাজ করব ৷ বাড়ি থেকে আমি অনেক ফাইল সই করেছি ৷ কিন্তু, এবার ক্যাম্পাসে ফিরে আরও বেশ কিছু কাজ রয়েছে ৷”