জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ আগামীকাল ১৯ শে অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি ব্লক শহর থেকে শুরু করে সব জায়গায় শুভ বিজয়ার উৎসব শুরু হবে। মানুষের সঙ্গেই প্রতিদিন প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে সুখ-দুঃখ এবং অসুবিধার কথা জানাই তৃণমূল কংগ্রেসের আদর্শ। সেই জন্যই সারা রাজ্য জুড়ে এই শুভ বিজয়ার উৎসব করবে তৃণমূল কংগ্রেস। নবান্নে একথা জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি বাঙালি নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল পাওয়া প্রসঙ্গে যেভাবে বিজেপি কুৎসা ও কুরুচিকর মন্তব্য করেছে। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিজেপি কখনোই কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। তারা সব কিছুতেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, আর বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকফুটে খেলতে গিয়ে নিজেরাই পিছিয়ে যাচ্ছেন মানুষের থেকে। তবে এদিন তিনি রাজ্যপাল প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন সবকিছুই খেয়াল রাখছেন, সময়মতো সবকিছুর উত্তর দেবেন। সম্ভাবনাময় ছাত্র নেতা তৈরি করা হবে। সব কলেজেই ছাত্রভোট করা হবে প্রসাশনের সহযোগিতা নিয়ে। আগামী ১৫ই নভেম্বর নেতাজি ইন্ডরে ছাত্র কনভেনশন হবে।