আগামীকাল সকাল ১০টা নাগাদ বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর এখনও পর্যন্ত দেশের নটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে অংশ নিতে পারেন। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির সঙ্গে কথা বলেছিলেন। রবিবার মন কি বাত অনুষ্ঠানে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজ্যগুলির লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তালমিল রেখেই কাজ করছে সবকটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল। গত ২০ এপ্রিল লকডাউনে এলাকাভিত্তিক কিছু ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। আগামিকালের বৈঠকে সেই নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি করোনা পরিস্থিতি, নমুনা পরীক্ষা সহ চিকিত্সকদের নিরাপত্তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।