জেলা

আগামী সোমবার থেকে ব্যাংক কর্মীদের জন্য চালু ওয়ার্ক ফ্রম হোম

আগামী সোমবার থেকে ব্যাংক কর্মীদের জন্য চালু হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম। অর্থাৎ, কর্মীরা বাড়িতে থেকে কাজ করবেন এবং ২দিন অন্তর অফিস আসবেন। তবে এই কাজ হবে কর্মীদের রোটেশনের ভিত্তিতে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এর জন্য কোনও ব্যাংক বন্ধ থাকবে না। প্রত্যেকদিন সমস্ত শাখা খোলা থাকবে এবং নগদ টাকার জোগানের কোনও অভাব হবে না। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। ব্যাংকের পরিষেবায় বিঘ্ন ঘটবে না।