দেশ

আগামী ৪ মে থেকে মিলতে পারে বেশ কিছু ক্ষেত্রে ছাড়, ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রকের

৪ মে থেকে মিলতে পারে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে টুইটে ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রকের। বুধবার লকডাউন নিয়ে একটি বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। লকডাউনের ফলে, পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে ৩ মে পর্যন্ত লকডাউন কঠোরভাবে মানার কথা বলেছেন তিনি। এদিকে এদিনই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। বুধবার এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মুখপাত্র ট্যুইট করে জানিয়েছেন, ‘৪ মে থেকে নতুন গাইডলাইন কার্যকর হবে। আর সেই নির্দেশিকায় একাধিক জেলার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।’ নতুন নির্দেশিকা কিছুদিনের মধ্যেই জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি। দেখে নিন সেই টুইটটি-