কলকাতা জেলা

আজকের এই বৃষ্টি ভেজা রবীন্দ্র স্মরণে, বাংলা ছিল রবীন্দ্রময়

তন্ময় উপাধ্যায়ঃ ২২শে শ্রাবণ দিনটার মাহাত্ম্য নতুন করে আর বাঙালিকে বুঝিয়ে দিতে হয়না। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জায়গায় পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে এদিন বৈকালিকের মধ্যে দিয়ে শুরু হয় দিন। বৈদিক মন্ত্রোচ্চারণ ও রবীন্দ্র সংগীতের মধ্যে দিনটির সূচনা হয় রীতি মেনে।  প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। এরপর একে একে দিনভরই নানা অনুষ্ঠান রয়েছে। অন্যদিকে, প্রতিবারের মতো নবান্নেও নির্ধারিত সূচি মেনেই পালিত হয়েছে রবীন্দ্রমৃত্যুবার্ষিকী । রবীন্দ্রনাথ

নবান্নে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন ইন্দ্রনীল সেন

ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন তথ্যসংস্কৃতি দফতরের মন্ত্রী  ইন্দ্রনীল সেন। তারপর রবীন্দ্র সংগীতের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তথ্যসংস্কৃতি দফতরের কর্মীরা। এছাড়াও বিভিন্ন পাড়া ও মঞ্চে একাধিক অনুষ্ঠান রয়েছে। নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের  স্মৃতি সৌধ প্রাঙ্গনে কবির প্রয়ান দিবস উদযাপন করলেন মেয়র ফিরাদ হাকিম। ছিলেন

নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথের স্মৃতি সৌধ প্রাঙ্গনে কবির প্রয়ান দিবস উদযাপন

ডেপুটি মেয়র অতীন ঘোষ, সাংসদ মালা রায়, দেবাশীষ কুমার। নিউটাউনের রবীন্দ্র তীর্থেরও সকাল থেকে চলছে কবিগুরুর স্মৃতি চারণ, গান ও কবিতাপাঠের মাধ্যমে। এক কথায় বলতে গেলে  আজকের এই বৃষ্টি ভেজা রবীন্দ্র স্মরণে, এদিন বাংলা ছিল রবীন্দ্রময়।