দেশ

আজ থেকে কেন্দ্রীয় শাষিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ

গত ৫ অগাস্ট ২০১৯ বর্তমান কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর ও লাদাখকে রাজ্যের মর্যাদা থেকে সরিয়ে এনে দুটি পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার কথা ঘোষণা করেছিল। আজ ৩১ সে অক্টোবর ২০১৯ থেকে তা লাগু হবে। এই ঘোষণাতে রাষ্ট্রপতি সই করেছে। আজ শ্রীনগরে দুই আমলা গিরিশ চন্দ্র মুর্মু ও আরকে মাথুর ,জোট ক্রমে শ্রীনগরে ও লাদাখে উপরাজ্যপাল হিসাবে শপথ নিতে চলেছে । পুলিশ ও আইন শৃঙ্খলার ব্যবস্থা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে ।