জ্যোতির্ময় দত্ত, পূর্ব মেদিনীপুরঃ রাজ্যে শিল্প বিনিয়োগের জন্য উৎসাহ দিতে আজ থেকে দীঘায় শুরু হচ্ছে দুদিনের বাণিজ্য সম্মেলন। দীঘার নতুন আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেশ বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে সম্মেলনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানিজ্য সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে সৈকত শহর দীঘা। রাজ্য শিল্পউন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে এই সম্মেলনে উপস্থিত থাকছেন মোট ১২০০ জন প্রতিনিধি। দেশের নামজাদা শিল্প সংস্থা ছাড়াও ১৮টি দেশ থেকে প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধিও যোগ দিচ্ছেন এই সম্মেলনে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, দিঘার ৮টি বিলাসবহুল হোটেলে সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিদের রাখা হয়েছে। সাগরের বীচ সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে ৫টি হেলিপ্যাডও।এই সম্মেলনে উৎপাদন ক্ষেত্র, বড় শিল্প, বাণিজ্য ও পরিষেবা, পরিকাঠামো, বিদ্যুৎ, পরিবহণ, পর্যটন, কৃষি ও সহযোগী ক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে নজর দিচ্ছে রাজ্য। দিঘা, মন্দারমণি, তাজপুরকে ঘিরে দীর্ঘদিন ধরেই পর্যটন-বৃত্ত গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করছেন, দেশ-বিদেশে এই এলাকার আকর্ষণ এবং চাহিদা বাড়াতে ভবিষ্যতে একাধিক তারকা হোটেল তৈরির প্রস্তাবেও সবুজ সঙ্কেত দিতে পারে রাজ্য। সম্ভাব্য সেই কারণে কনক্লেভে উপস্থিত থাকতে পারেন বড় হোটেল সংস্থার প্রতিনিধিরাও।