জেলা

আজ থেকে শুরু গঙ্গা সাগরমেলা

আজ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীদের ঢল আসতে শুরু করেছে সাগরে।   মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সাহায্যে এবার আরও সক্রিয় রাজ্য সরকার। পুণ্যার্থীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ১১ লক্ষ শৌচাগার, ৩০০ বেডের অস্থায়ী হাসপাতাল। মেলা ঘিরে গঙ্গাসাগর চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে এক হাজার সিসিটিভি ক্যামেরা। এছাড়া কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার জন্যও প্রস্তুত রয়েছে প্রশাসন। থাকছে ২টি হেলিকপ্টার। পুণ্যার্থীদের সাগরে আসার জন্য ৩ হাজারের বেশি বাস চালাচ্ছে রাজ্য সরকার। বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলও।