নয়াদিল্লিঃ আজ দিল্লিতে বিরোধীদের বৈঠক। সিএএ ও এনআরসি বিরোধিতা নিয়ে সোনিয়া গান্ধীর ডাকা এই বৈঠকে যাচ্ছেন না বিরোধী দলের তিন প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং মায়াবতী। আপ সাংসদ সঞ্জয় সিং আজ সকালেই সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁদের কাছে এধরনের বৈঠকের জন্য কোনও আমন্ত্রণ আসেনি। সেকারণেই বৈঠকে তাঁদের যোগ দেওয়ার কোনও প্রশ্ন ওঠে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই পরিষ্কার জানিয়ে দেন, রাজ্য বামফ্রন্ট এবং প্রদেশ কংগ্রেসের ‘নোংরা রাজনীতি’র জন্যই তিনি দিল্লিতে ক্ষমা চেয়ে নিয়ে জানিয়ে দিয়েছেন তাঁর উপস্থিত না থাকার কারণ। অন্যদিকে, কংগ্রেসের প্রতি সমালোচনায় সরব মায়াবতী। তারা বৈঠকে কোনও প্রতিনিধিও পাঠাবে না। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বিরোধীদের যে প্রতিনিধিদল গিয়েছিল, তাতেও ছিল না মায়াবতীর বিএসপি। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সভানেত্রী সোনিয়া গান্ধি বলেছেন, সিএএ বৈষম্যমূলক ও বিভেদকামী আইন। ধর্মীয় ভিত্তিতে মানুষকে ভাগ করার ঘৃণ্য চক্রান্ত। কংগ্রেস অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি তুলেছে। এনপিআর বন্ধ করারও দাবি জানিয়েছে তারা।