মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন আপামর বাঙালির ঘরের মেয়ে। ৫ জানুয়ারি তিনি ৬৫ বছর পূর্ণ করলেন। আর তাঁর জন্মদিনে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ফেসবুকের পাতায় বাংলার নেত্রীকে শুভেচ্ছা জানাতে বন্যা বইছে বলা যেতে পারে। ইতিমধ্যেই ফেসবুক ছেয়ে গেছে শুভেচ্ছায়। নানা বয়সের মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিন মমতাকে। আর এই ট্রেন্ড প্রমাণ করছে তিনি এখনও জনপ্রিয়তার শিখরে। শুধু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি যে বাংলার নয়নের মণি, তার অন্যতম কারণ তাঁর মানুষের পাশে থাকার জন্য। জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটারে তিনি লেখেন, “মমতাজি-র জন্মদিনে শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও সর্বদা সুখের কামনা করছি।” মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেম বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও। এছাড়াও বহু রাজনৈতিক নেতা, নেত্রীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।