দেশ

আজ মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন

আজ সকাল ৭ টা থেকে মহারাষ্ট্র এবং হরিয়ানা জুড়ে শুরু হবে বিধানসভা নির্বাচন। তাছাড়াও দেশের বিভিন্ন রাজ্যর ৬৪ টি আসনে হবে উপনির্বাচন। মূলত এই দুই রাজ্যকেই পাখির চোখ করে লড়াইতে নেমেছিল বিজেপি ও কংগ্রেস। 

হরিয়ানায় নির্বাচনে লড়বে বিজেপি, কংগ্রেস এবং জাতীয় লোক দল। হরিয়ানাতে ৯০ টি আসনে নির্বাচন হবে, যার মধ্যে ১৭ টি সংরক্ষিত। নির্বাচন উপলক্ষে মোট প্রার্থী ১১৬৯ জন। প্রায় ১.৮৩ কোটি ভোটার নির্বাচনে ভোট দেবেন। এদের মধ্যে ৯৯ লক্ষ পুরুষ ভোটার এবং ৮৫ লক্ষ মহিলা ভোটার। রাজ্যর ১৬,৩৭৫ টি পোলিং ষ্টেশনে নির্বাচন হবে। হরিয়ানার প্রধান নির্বাচন অফিসার অনুরাগ আগরওয়াল জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে রাজ্যজুড়ে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মনোজ যাদব জানিয়েছেন, পুলিশ রাজ্য জুড়ে স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচনের আশ্বাস দিচ্ছে। জানিয়েছেন ৭৫০০০ পুলিশ কর্মীরা রাজ্যজুড়ে মোতায়েন থাকবে। এছাড়াও বিশেষ কিছু বুথেও থাকবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। মহারাষ্ট্রে নির্বাচন উপলক্ষে বিজেপি এবং শিব সেনা জোট করে নির্বাচনে লড়বে। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোট করেছে এনসিপি। মহারাষ্ট্রের ২৮৮ টি সিটে হবে এই নির্বাচন। নির্বাচন হবে ৯৬৬৬১ গুলি পোলিং বুথে এবং ৬.৫ কর্মী থাকবেন নির্বাচন উপলক্ষে। মহারাষ্ট্রে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে দেবেন্দ্র ফড়নবিশ এগিয়ে রয়েছেন। আর মহারাষ্ট্রে গেরুয়া শিবির ১৬৪ টি আসনে নির্বাচনে লড়বে। শিবসেনা লড়বে ১২৬টি আসনে। প্রায় ৮.৯ কোটি ভোটার মহারাষ্ট্রে নির্বাচন উপলক্ষে ভোট দেবেন। যাদের মধ্যে ৪.৫ কোটি পুরুষ এবং ৪ কোটি মহিলা রয়েছেন। সব মিলিয়ে ৩২৩৭ প্রার্থী নির্বাচন উপলক্ষে লড়বেন। মহারাষ্ট্রের প্রধান নির্বাচন অফিসার বলদেভ সিং জানিয়েছেন নির্বাচন উপলক্ষে সকল প্রয়োজনীয় কাজ করা হয়ে গিয়েছে। প্রায় ৩ লক্ষের পুলিশ মোতায়েন থাকবে নির্বাচন উপলক্ষে। এদের মধ্যে ২ লক্ষ রাজ্য পুলিশ এবং সিআইএসএফ ও সিআরপিএফের কর্মীরা থাকবে। এছাড়াও নকশাল অধ্যুষিত এলাকায় নির্বাচন উপলক্ষে থাকবে বাড়তি নিরাপত্তা। থাকবে হেলিকপ্টার এবং ড্রোন। ফলাফল প্রকাশিত হবে ২৪ অক্টোবর, বৃহস্পতিবার।