কলকাতায় সকাল ৮টা ২৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। প্রায় তিন ঘণ্টা পাঁচ মিনিট চলে বেলা ১১টা ৩২ মিনিটে গ্রহণ সম্পূর্ণ হবে।
আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ ভারতে। কলকাতা তথা রাজ্য সহ গোটা দেশে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে কলকাতা সহ রাজ্যে আজ মেঘলা আকাশ তথা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাই এখানে আদৌ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। এম পি বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি বলেন, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু পুরো অংশে এবং কর্ণাটকের কিছু অংশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। কলকাতায় সকাল ৮টা ২৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। প্রায় তিন ঘণ্টা পাঁচ মিনিট চলে বেলা ১১টা ৩২ মিনিটে গ্রহণ সম্পূর্ণ হবে। সকাল ৯টা ৫২ মিনিটে সবথেকে বেশি অংশে গ্রহণ দেখা যাবে। প্রায় ১১৮ কিলোমিটার প্রস্থের গ্রহণ পথে ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া, আরব দুনিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশ, মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত একাধিক দেশ থেকে এই বলয়গ্রাস বা আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আবহাওয়া ভালো থাকলে রাজ্যের দক্ষিণের কলকাতা থেকে ৪৫ শতাংশ, উত্তরের দার্জিলিং থেকে ৩৬ শতাংশ পর্যন্ত সূর্য ঢেকে যাওয়া দেখা যাবে।



