ম্যাজিক্যাল ব্যায়াম চালিয়ে যান। তাহলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। রবিবার একটি টুইট করেন তিনি। টুইটে রাহুল গান্ধী লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করে নিজের ম্যাজিক্যাল কসরতের রুটিন আরও কয়েকবার অনুসরণ করুন। হতেও তো পারে যে এতে দেশের অর্থনীতি পুনরায় চাঙ্গা হয়ে গেল।’ গতকাল কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘প্রায় আড়াই ঘন্টার বেশি সময় ধরে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ইতিহাসে সবচেয়ে লম্বা বাজেট ছিল এটা। আদতে কিন্তু ছিল ফাঁকা। প্রধান যে ইস্যুটা নিয়ে সরকারের চিন্তাভাবনা করা উচিত ছিল, সেটা হল বেকারত্ব। আমি এমন কোনও পদক্ষেপ সরকারকে নিতে দেখলাম না যেটায় আমাদের যুবকরা চাকরি পাবে ভবিষ্যতে। কৌশলি সিদ্ধান্ত দেখলাম কিন্তু কোনও দূরদর্শিতা দেখলাম না সরকারের তরফে। যা খুব ভালোভাবেই এই সরকারকে বুঝতে সাহায্য করে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা হল, এটাই সরকারের মনোভাব। শুধু ফাঁকা আওয়াজ। বাস্তবে কিছু নয়।’