মালদা

আবার অশান্তি মালদার ইংরেজি মাধ্যম স্কুলে

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলার প্রথম ইংরেজি মাধ্যম স্কুলে আবারো অশান্তির ছায়া। এক প্রবীণ শিক্ষিকার অভিযোগ তাকে স্কুলে ঢোকার সময় বাধা দেন স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা। শিক্ষিকাকে স্কুলে ঢুকতে দিতে বাধা দেওয়ার সময় বিষয়টি দেখতে পান ঘটনাস্থলে থাকা কিছু অভিভাবক অভিভাবিকারা। বিষয়টি দেখতে পেয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা বিষয়টিতে হস্তক্ষেপ করেন। সেই সময় ঘটনাস্থলে ছিলেনমালদা জেলার খরবা থানার কংগ্রেস বিধায়ক আসিফ মাহবুব। তার সন্তানও ওই ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে বলে জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মালদা ইংরেজবাজার থানার পুলিশ। এই দিন স্কুলের ঢুকতে বাধা প্রাপ্ত প্রবীণ শিক্ষিকা তাদের স্কুলের সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদা ইংরেজবাজার থানায়।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই মালদা জেলার ওই ইংরেজি মাধ্যম স্কুল বিতরকের শিরোনামে আছে।স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে ওই প্রবীণ শিক্ষিকা অভিযোগ করেছিলেন যে এই স্কুলের পাশাপাশি ময়নাগুড়ি একটি স্কুলের সঙ্গে যুক্ত তিনি। পাশাপাশি এই স্কুলে যোগ দেওয়ার সময় আগের স্কুল থেকে মেরা কাগজের শংসাপত্র জমা দেননি তিনি। ওই প্রবীণ শিক্ষিকা অভিযোগ পাঠিয়ে ছিলেন আইসিএসসি সংসদে।আইসিএসসি সংসদের পক্ষ থেকে স্কুলের স্ট্যাটাস জানতে চাওয়া হয়। ইতিমধ্যে গভর্নিং বডিতে বদল আসে। নতুন গভর্নিং বডি তৈরি হওয়ার পর অভিযুক্ত প্রিন্সিপাল বদল হয়। নতুন গভর্নিং বডি তৈরি হওয়ার পর অভিযুক্ত প্রিন্সিপালের জবাব তলব করা হয়।অভিযোগ প্রভাব খাটিয়ে অন্য শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহারের জন্য ওই প্রবীণ শিক্ষিকাকে চাপ দিচ্ছিলেন প্রিন্সিপাল। তবে স্কুলের ঢুকতে বাধা প্রাপ্ত প্রবীণ ওই শিক্ষিকা কোনো চাপের কাছে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।