জেলা

‘আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না’, প্রশাসনিক বৈঠকে অভিমানী মমতা

কার্শিয়াং: লোকসভা নির্বাচনে তুলনামূলক ভাল ফল করেছিল বিজেপি। দখল করে নিয়েছিল আঠারোটি আসন। গেরুয়া ঝড়ে পাহাড়ও হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই রাজনৈতিক পরিস্থিতিতে কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে অভিমানের সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। প্রলোভিত হয়ে নয়, নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।বুধবার কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে খোঁজখবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। আচমকা লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা শুরু করেন তিনি। নাম না করে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না। স্থানীয় দলকে ভোট দিন। বাইরে থেকে কিছু লোক এসে টাকা ছড়িয়ে ভোট পেয়ে গেছে। আমি যা করতে চেয়েছি। আপনারা করতে দেননি।” এদিনের প্রশাসনিক বৈঠকে পাহাড়ের লোকসভা নির্বাচনের ফল প্রসঙ্গে অভিমানের সুর রাজ্যের প্রশাসনিক প্রধানের গলায়। পাশাপাশি হিল ইউনিভার্সিটি তৈরিতে ৩৩০ কোটি টাকা খরচের হিসাব শুনেই চটে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কে বানিয়েছে এই খরচের হিসেব? সরকারের টাকা কি সস্তা? একটা বিশ্ববিদ্যালয় গড়তে কত টাকা লাগে? বিশ্ববিদ্যালয় গড়তে যেন অন্য কোথাও থেকে টাকা নিতে না হয়। ন্যূনতম ৫০ কোটি টাকায় বানান। আমি বড় বড় মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল বানাচ্ছি ২৫ কোটি টাকায়, আমাকে টাকা দেখাচ্ছেন!” প্রশাসনিক বৈঠক শেষে এদিন কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৈরির কাজ পরিদর্শনে যান মমতা। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। এছাড়াও রিমোটের মাধ্যমে লাটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ইকো টুরিজম রিসর্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই রিসর্ট। এখানে রয়েছে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, ডাইনিং হল এবং বাগান। দূরদূরান্ত থেকে গরুমারায় আসা পর্যটকেরা ন্যায্য মূল্যে থাকা-খাওয়ার সুবিধা পাবেন এই রিসর্টে। উদ্বোধনের ফলে পর্যটন ব্যবসায় জোয়ার আসবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা।