ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার করেছে। প্রবল উত্তেজনা ছিলই। এরই মধ্যে দেশটি শনিবার যুদ্ধের প্রতীক হিসেবে পবিত্র মসজিদে ‘লাল পতাকা’ উড়িয়ে দিয়েছে। এই পতাকা বা ‘লাল ঝান্ডা’ ওড়ানোর অর্থ ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। লাল পতাকায় লেখা রয়েছে ‘যারা হোসেনের রক্তের বদলা নিতে চায়’। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই লাল ঝান্ডা ওড়ানোর মুহূর্ত প্রচারিত হয়। এই পতাকা ওড়ানোর আগে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে। তবে বাগদাদের মার্কিন স্থাপনায় কারা হামলা চালিয়েছে তা এখনও কেউ নিশ্চিত করেনি। ওই হামলায় একযোগে ৫টি রকেট ছোড়া হয়। এতে এখন পর্যন্ত ৫ জন আহত বলে জানা গেছে।