দেশ

‘আমেরিকায় নেহেরুও জনপ্রিয় ছিলেন’, ভুল ছবি পোস্ট করে হাসির খোরাক শশী থারুর

নয়াদিল্লিঃ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী আমেরিকায় খুব জনপ্রিয় ছিলেন। সোমবার এই কথা লিখে আমেরিকার জায়গায় রাশিয়ার ছবি টুইট করলেন কংগ্রেস নেতা শশী থারুর। আর এরপরই তাঁকে ব্যঙ্গ করে বিভিন্ন মন্তব্যের ঝড় বয়ে গেল নেট দুনিয়ায়।সোমবার কংগ্রেসের সাংসদ শশী থারুর টুইটারে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি রোড শোর ছবি পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থারুর উল্লেখ করেছিলেন, ১৯৫৪ সালে আমেরিকায় নেহরু ও ইন্ডিয়া গান্ধী। দেখুন আমেরিকানরা স্বতস্ফূর্তভাবে কীরকম তাঁদের স্বাগত জানাচ্ছেন। কোনও জনসংযোগ, প্রবাসী ভারতীয়দের উদ্যোগ ও সংবাদমাধ্যমের প্রচার ছাড়াই।তাঁর টুইটের এই মারাত্মক ভুলটা প্রথম লক্ষ্য করেন এক সাংবাদিক আর জগন্নাথন। শশী থারুরের টুইটের জবাবে লেখেন, ‘এই ছবিটি ১৯৫৬ সালের মস্কোর ছবি। আর পুরোটাই আগে থেকে পরিকল্পনা করা।’ যদিও শশী থারুরের মতো ওই ছবিটি চিনতে ভুল করেছেন জগন্নাথনও। জানা গিয়েছে, ওই ছবিটি জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর ১৯৫৫ সালের জুন মাসে করা অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন সফরের। বর্তমানে রাশিয়ার অবস্থিত মাগনিতগোর্সক শহরে রোড শো করার সময় ওই ছবিটি তোলা হয়েছিল।শশী থারুরের টুইটের কথা জানাজানি হতেই তাঁকে নিয়ে হাসিঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। একজন লেখেন, ইন্দিরা গান্ধীর নাম তো শুনেছি। কিন্তু, ইন্ডিয়া গান্ধী কে? আরও একজন টুইট করেন, ইন্ডিয়া গান্ধী? আপনারা কি কেউ বলতে পারবেন য়ে উনি ঠিক কী বলতে চেয়েছেন? জয়দীপ রায় নামে এক যুবক লেখেন, ইন্ডিয়া গান্ধী? ‘হাউডি মোদি’-এর সাফল্যকে ছোট করতেই সোভিয়েত ইউনিয়নে তোলা ছবিটিকে আমেরিকার নামে চালানোর চেষ্টা চলছে।