আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে আসে দমকলের ৪টি আগুন। রোগীদের অন্যত্র সরানো হয়। দমকল কর্মীদের তত্পরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি থেকেই এই আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের অবজারভেশন ওয়ার্ডের বাইরের দিকে প্লাস্টিকের ছাউনির উপর গ্রিলের ওয়েল্ডিয়ের কাজ হচ্ছিল। দুপুর ৩টে নাগাদ সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে এসে পড়ে প্লাস্টিকের শেডে। তা থেকেই আগুন লেগে যায়। ধোঁয়া তৈরি হয়। আর তা থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।