দেশ

‘আরোগ্য সেতু’ অ্যাপকে হাতিয়ার করে ফাঁদ পেতেছে পাক গুপ্তচর সংস্থা! সেনা বাহিনীতে জারি সতর্কতা

এবার সাইবার দুনিয়ার মাধ্যমে ভারতকে শায়েস্তা করার চেষ্টা। সূত্রের খবর, ভুয়ো ‘আরোগ্য সেতু’ অ্যাপে ফাঁদ পেতেছে পাক গুপ্তচর সংস্থা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা এই অ্যাপটি ডাউনলোড করলেই হবে বিপদ। এর মাধ্যমেই সেনা কর্মী ও আধিকারিকদের যাবতীয় তথ্য নিজেদের মুঠোর মধ্যে নিয়ে আসার জন্য ছক কষেছে আইএসআই। এই বিষয়ে সাবধানতা জারি করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সেনা গোয়েন্দা দপ্তর। তার ভিত্তিতে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি সেনাঘাঁটি ও শিবিরকে সতর্ক করেছে ফোর্ট উইলিয়াম।

ছবিঃ সংগৃহীত