আর কত মিথ্যে বলবেন? আর কত নীচে নামবেন? বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন জেডিইউ নেতা তথা ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। সম্প্রতি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআরের বিরোধিতা করে যেমন মোদি–শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন পিকে, তেমনই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও প্রচ্ছন আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবার প্রশান্তের উদ্দেশ্যে নীতীশ বলেন, ‘ইতিমধ্যেই উনি বিভিন্ন দলের সঙ্গে কাজ করছেন। কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, উনি যদি দলে থাকতে চান তবে দলের প্রাথমিক পরিকাঠামো মেনে চলতে হবে।’ পাশাপাশি আরও একধাপ এগিয়ে বিহারের মুখ্যমন্ত্রী দাবি, ‘আপনারা কি জানেন উনি কীভাবে দলে যোগ দিয়েছিলেন? অমিত শাহ আমাকে ওঁনার বিষয়ে বলেন। উনি সেসব হয়ত ভুলে গেছেন। কিংবা জেডিইউ ছাড়তে চাইছেন।’ নীতীশের বক্তব্যকে সহজ ভাবে নেননি প্রশান্ত কিশোরও। তারপরই টুইটারে পাল্টা দেন পিকে। টুইটাকে নীতীশকে মিথ্যেবাদী বলে তিনি লেখেন, ‘আমি কীভাবে ও কেন জেডিইউতে যোগ দিয়েছিলাম, তা নিয়ে এভাবে মিথ্যে বলতে হল আপনাকে? কতটা নীচে নেমে গিয়েছেন নীতীশ কুমার। অমিত শাহের সুপারিশ করা লোকের কথাও তাহলে আপনি শুনছেন না। কে আর আপনাকে বিশ্বাস করবে?’ বিহারের দুই শীর্ষনেতার দ্বন্দ্বে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে।