জেলা

আলিপরদুয়ারে মোট ৪৫ লক্ষ টাকার চোরাই কাঠ সহ আটক ২টি ট্রাক

ভোররাতে আলিপরদুয়ারের দমনপুর সংলগ্ন ৩১সি জাতীয় সড়কে সেগুন কাঠ বোঝাই কন্টেনার গাড়ি আটক করল পুলিস। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকার কাঠ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লরির চালক ও খালাসিকে। অন্যদিকে এদিন রাতেই কুমারগ্রামের গয়াবাড়ি সংলগ্ন রাস্তায় আরও একটি সেগুন কাঠ বোঝাই কন্টেনার গাড়ি আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩০ লক্ষ টাকার চোরাই কাঠ। এই গাড়ির চালক ও খালাসি অবশ্য পলাতক। কাঠ ভর্তি দুটি গাড়িই অসম থেকে উত্তর ভারতের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।