জেলা

আলিপুরদুয়ারের মাদারিহাটে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

আজ আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকার তুলসিপাড়া চা বাগানে বনদপ্তরের পাতা ফাদে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। ওই চিতাবাঘটিকে ধরতে বনদপ্তরের কর্মীরা খাঁচায় পুতুল চিতা শাবকের টোপ দেয়। আর তাতেই কেল্লাফতে। নিজের শাবক ভেবে সেই টোপে পা দিয়ে স্ত্রী চিতাবাঘটি বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে যায় ।