আলিপুরদুয়ারে ভ্রাম্যমান টিবি নির্ণয় ইউনিট চালু হল। আজ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ওই পূর্ণাঙ্গ টিবি ইউনিটের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এখন থেকে জেলার যে কোনো প্রান্তে টিবি রোগের লক্ষণ দেখা দিলেই অসুস্থ রোগীর দরজায় ছুটে যাবে ওই মোবাইল ইউনিট।মাত্র দু’ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট রোগী টিবি আক্রান্ত কি না তা নির্ণয় করা সম্ভব হবে ওই মোবাইল ইউনিটের সহায়তায়।