ফের হাতির হানায় মৃত্যু। আজ সকালে আসানসোলের বার্ণপুরের কালকাঝোরিয়া গ্রামের হাতির তাণ্ডবে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম অলকা বাউড়ি (৫৬)। জানা গিয়েছে, আজ সকালে মাঠের উপর তাঁর উপর হামলা চালায় হাতিটি। সেখানেই তাঁকে পিষে দেয়। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও হাতিটি এখনও পর্যন্ত গ্রামের মধ্যেই রয়েছে। এবং তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।