কলকাতাঃ এই প্রথমবার ইউটিউবে সরাসরি লাইভ স্ট্রিমিং হবে মামলার শুনানি। এক পার্সি মহিলার আবেদনের প্রেক্ষিতে এমন অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দেশের মধ্যে প্রথমবার এমনটা হতে চলেছে। বিচার প্রক্রিয়ায় নতুন উদাহরণ তৈরির পথে এবার কলকাতা হাইকোর্ট। পার্সি এক মহিলা অন্য ধর্মের পুরুষকে বিয়ে করেছিলেন। অভিযোগ, সেই কারণে তাঁদের ছেলেমেয়েকে ধর্মীয় স্থানে ঢুকতে বাধা দেওয়া হয়। এই বাধা সরানোর দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই মহিলা। একইসঙ্গে মামলার শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচারের আর্জি জানান তিনি।