কলকাতা

ইনফোসিসের পর উইপ্রোকে জমি রাজ্যের

কলকাতাঃ ইনফোসিসের পর এবার উইপ্রোকে জমি দিল রাজ্য সরকার। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে দ্বিতীয় ক্যাম্পাস গড়তে চায় উইপ্রো। তাই নিউটাউনে তাদের জমি দেওয়া হবে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। যে শর্তে রাজ্য সরকার ইনফোসিসকে জমি দিয়েছিল, ঠিক একই শর্তে উইপ্রোকে জমি দেওয়া হয়েছে।জানা গিয়েছে, নিউটাউনে উইপ্রোকে ৯৯ বছরের জন্য ৫০ একর জমির স্বত্ব দিয়েছে রাজ্য সরকার। যে জমির মধ্যে উইপ্রোকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যবহার করতে হবে ৪৯ শতাংশ। বাকি জমি অন্য কাজে ব্যবহার করতে পারবে সংস্থা। অন্যান্য রাজ্যের মত পশ্চিবঙ্গ সরকার এসইজেড (সেজ) অর্থা‍ৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পক্ষপাতী নয়। কিন্তু এই স্বত্বদানের ফলে উইপ্রো অনেক সুবিধা পাবে। অর্থ দফতরের আধিকারিকদের মতে, এই জমি হস্তান্তর সম্পন্ন হলে, উইপ্রোকে আর কোনও সরকারি দফতরে ঘুরতে হবে না। তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সেখানেই করতে পারবে।অন্যদিকে, নিউটাউনের ফিনটেক হাবে হিডকো ভার্টিকাল সিটি তৈরি করছে। এই বহুতল টাওয়ারে ফিনটেক স্টার্টআপদের জন্য জায়গা দেবে। এর ফলে, এখানে এমন এক ‘ইকোসিস্টেম’ তৈরী হবে যা বাণিজ্যের পক্ষে অনুকূল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আশাবাদী, বাংলা দেশের এক নম্বর স্থানে পৌঁছবে। সেই লক্ষ্যে, তিনি গত বছর ফিনটেক হাবের উদ্বোধন করেন। এখনও পর্যন্ত ব্যাঙ্কিং ও নন ব্যাঙ্কিং মিলিয়ে ২৫ টি অর্থনৈতিক সংস্থা এই হাবে জায়গা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অব লিডারশিপ, ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন, ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল এবং ইনকাম ট্যাক্স অ্যাপ্লিট ট্রাইব্যুনাল।