কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত বাড়ি ও টানেল পরীক্ষা করলেন বিদেশি বিশেষজ্ঞরা

আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেল ও বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দেখতে শহরে এলেন তিন বিদেশি বিশেষজ্ঞের একটি দল ৷ আজ সকালে তাঁরা শহরে আসেন ৷ বিশেষজ্ঞদের মধ্যে পিচ্ছুমণি এবং এন ডি কট হলেন মাটি বিশেষজ্ঞ ৷ জন ব্রিজ ক্রিস্টোফার হলেন টানেল বিশেষজ্ঞ ৷ শেষজ্ঞরা প্রথমে বউবাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর জেরে ক্ষতি হতে পারে এমন বাড়িগুলিকে চিহ্নিত করার কাজ সারেন ৷ এরপর তাঁরা মেট্রো টানেল পরিদর্শনে যান ৷ বউবাজার এবং সংলগ্ন এলাকার বাড়িগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কী ব্যবস্থা নিতে হবে তা খতিয়ে দেখছেন মাটি বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে টানেলের ভিতরে আর কী ধরনের ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো যাবে সেই বিষয়গুলি দেখেন বিশেষজ্ঞরা ৷