মালদা

উজ্জ্বলা গ্যাস প্রকল্পের বিপিএল অন্তর্ভুক্ত পরিবারের হাতে গ্যাস সিলিন্ডার ও ওভেন প্রদান

হক জাফর ইমাম, মালদাঃ উজ্জ্বলা গ্যাস প্রকল্পের মাধ্যমে কুড়িটি বিপিএল অন্তর্ভুক্ত পরিবারের হাতে গ্যাস সিলিন্ডার ও ওভেন তুলে প্রদান করা হয়। রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল পরিবারের হাতে তুলে দেওয়া হয় গ্যাস সিলিন্ডার ও ওভেনগুলি। ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া ময়দান এলাকায় বিপিএল পরিবারগুলির হাতে গ্যাস সিলিন্ডার ও ওভেন তুলে দেওয়া হয়। মালদা জেলা বিজেপি নেত্রী ও সমাজসেবী সুতপা মুখার্জির চেষ্টায় একটি গ্যাস এজেন্সির মাধ্যমে এই গ্যাস সিলিন্ডার ও ওভেন প্রদান করা হয় বিপিএল পরিবারগুলিকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল, গ্যাস এজেন্সির মালিক সোমেস দাস সহ অন্যান্য অতিথিরা। এতদিন যারা কাঠ পুড়িয়ে রান্না করতেন তারা এখন উজালা গ্যাসে রান্না করবেন। তাই গ্যাস সিলিন্ডার পেয়ে খুশি তারা। বিজেপি সভাপতি গোবিন্দ মন্ডল বলেন, নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রীর সপথ নিয়েছিলেন। তখন তিনি ১২৯ টি প্রকল্প চালু করেছিলেন। তার মধ্যে অন্যতম উজালা গ্যাস প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিপিএল অন্তর্ভুক্ত পরিবারগুলির হাতে গ্যাস সিলিন্ডার ও ওভেন তুলে দেওয়া হয় বিনামূল্যে। রবিবার ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে কুলিপাড়া ময়দানে স্থানীয় সমাজসেবী মহিলা সুতপা মুখার্জির চেষ্টায় ২০টি পরিবারকে গ্যাস ও ওভেন প্রদান করা হয়। তিনি বলেন, আগামী দিনে এলাকার সমস্ত বিপিএল পরিবারকে গ্যাস সিলিন্ডার ও ওভেন তুলে দেওয়া হবে বিনামূল্যে।