আজ বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয় সংসদ। সিএএ, এনপিআর , শাহিনবাগ-জামিয়ার গুলিকাণ্ডকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলো। শাসক-বিরোধী তরজার মাঝেই মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। একই পরিস্থিতি হয় লোকসভাতেও। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্যের সময় বিরোধী শিবিরের সাংসদরা ‘গোলি মারনা বনধ কারো, দেশকো তোড়না বনধ কারো (গুলি মারা বন্ধ করো-দেশ ভাঙন বন্ধ করো)’ বলে স্লোগান দিতে থাকেন। হইহট্টগোলের মধ্যেই লোকসভাও সাময়িক মুলতুবি করে দেন স্পিকার। পরে ফের লোকসভার অধিবেশন চালু হলে বিজেপি সাংসদ পরভেশ ভর্মা রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপণ প্রস্তাব আনেন। ফের শুরু হয় চেঁচামিচি। লোকসভা ত্যাগ করেন বিরোধী দলের সাংসদরা।