দুধে জল মেশানো হয় নাকি জলে দুধ, সেটা বলা মুশকিল। কারণ ১ লিটার দুধে ১ বালতি জল মিশিয়ে আশি জন পড়ুয়ার হাতে ধরা স্টিলের গ্লাসে ঢেলে দেন রাঁধুনি। উত্তরপ্রদেশের শোনভদ্র-এর সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা যত না পড়তে যায়, তার চেয়ে বেশি যায় দিনে একবেলা তাদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাবারটুকু খেতে। কিন্তু কতটা পুষ্টি তারা পায়, তা তাদের খাবারের নমুনা দেখলেই বোঝা যায়। ৮১ জন পড়ুয়াকে এক লিটার দুধ খাওয়ানোর একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। কে সেই ছবিটি তুলেছেন সে ব্যাপারে জানা যায় নি। ছবিতে দেখা যাচ্ছে, একটি বিশাল অ্যালুমিনিয়াম পাত্রে এক লিটার দুধ ঢেলে তা ধীরে ধীরে মেশানো হচ্ছে। পরে সেটিই ছাত্রদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। শোনভদ্র জেলার চোপানে এই সরকারি স্কুলে ১৭১ জন পড়ে, তবে বুধবার ৮১ জন এসেছিল। তাদের সকলকে ওই এক লিটার দুধ ভাগ করে দেওয়া হয়। তারা জলমেশানো দুধও পাচ্ছিল আধগ্লাস করে। শিশুরা নুন দিয়ে রুটি খাচ্ছে, এমন খবরের জন্য দু’মাস আগে একজন সাংবাদিককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাজ্যের দুর্নাম করতে ষড়যন্ত্র করেছেন। এবার অবশ্য জানা যাচ্ছে না, ভিডিওটি কে তুলেছেন। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক গত সপ্তাহেই লোকসভায় জানিয়েছিলেন সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশ থেকেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মিডডে মিল নিয়ে। মোট ৫২টি অভিযোগের মধ্যে ১৪টি উত্তরপ্রদেশের।