নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হলে উত্তরপ্রদেশের মত এরাজ্যেও গুলি চালানো হবে, ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সন্ধেয় নদিয়ার রানাঘাটে অভিনন্দন যাত্রার শেষে কলেজের কাছে জনসভায় বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন দিলীপ ঘোষ। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষ এও বলেন, ‘এই রাজ্যে একটাও গুলি চলেনি, লাঠি চলেনি, এফআইআর হয়নি। কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কিন্তু কেন করেনি? কারও বাপের সম্পত্তি নাকি? মানুষের করের টাকায় রেল-বাস, রেললাইন, রাস্তা করা হয়। সে সব নষ্ট করে দিয়েছে। অসম, উত্তরপ্রদেশ, কর্নাটকে এই শয়তানদের আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মত। তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে। ওরা এখানে আসবে, খাবে, আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছ নাকি? লাঠিও মারব, গুলিও করব, জেলেও পাঠাবো। আর তাই করেছে আমাদের সরকার।‘