দেশ

উত্তরপ্রদেশে সোনার খনির হদিশ

উত্তরপ্রদেশঃ গতকাল সোনার খনি মিলল উত্তরপ্রদেশে। রাজ্য সরকার শোনভদ্র জেলায় এই স্বর্ণখনির নিলামের প্রস্তুতি শুরু করেছে। জিওলজিকাল সার্ভে এবং উত্তরপ্রদেশের ভূতাত্ত্বিক বিভাগের সমীক্ষায় ধরা পড়েছে, সেখানে কোন অঞ্চলের শোনপাহাড়ি এবং মাহুলি অঞ্চলের হারদি গ্রামে অন্তত ৩ হাজার টন সোনা রয়েছে মাটির নীচে। সেখানে খনির বন্টনের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নিলামের জন্য ৭ সদস্যের কমিটিও তৈরি। সরকারিভাবে জানানো হয়েছে, ২,৯৪৩ টন সোনা রয়েছে শোনপাহাড়িতে, ৬৪৬ কিলোগ্রাম হারদিতে। বিশ্ব স্বর্ণ পরিষদের হিসেবমতো, ভারতে ৬২৬ টন সোনা রয়েছে। উত্তরপ্রদেশের এই সোনার পরিমাণ তার পাঁচগুণ। দাম কমপক্ষে ১২ লক্ষ কোটি টাকা। শোনভদ্রে সোনার সন্ধান শুরু হয়েছিল ১৯৯২-৯৩ সালে। তার আগে প্রথম ব্রিটিশরাই এর খোঁজ পেয়েছিল। এই কাজে সহযোগিতা করেছে উত্তর প্রদেশের ডিরেক্টরেট অফ জিওলজি। ই-টেন্ডারিং-এর মাধ্যমে সোনা তোলার কাজে হাত দেওয়া হবে বলে, জানা গিয়েছে প্রশাসন সূত্রে। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই সব আশা শেষ ৷ জিএসআই ডিরেক্টর জেনারেল এম শ্রীধর আজ, শনিবার কলকাতায় পিটিআই-কে জানালেন, ‘‘ সোনভদ্রে কতটা পরিমাণ সোনা পাওয়া গিয়েছে, তার কোনও হিসেবে জিএসআই-র কাছে নেই ৷ উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় এত পরিমাণ টন সোনার হিসেব আমাদের কাছে নেই ৷ এই আকরিক থেকে ১৬০ কেজির মতো সোনা পাওয়া যেতে পারে ৷ ’’ তিনি আরও বলেন, উত্তরপ্রদেশের ওই অঞ্চলে ১৯৯৮-৯৯ এবং ১৯৯৯-২০০০ সালে খননের কাজ চালায় জিএসআই ৷ একটা রিপোর্ট দেওয়া হয়েছিল উত্তর প্রদেশের ডিজিএম-কে ৷ যাতে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া সম্ভব হয় ৷