জেলা

উত্তরবঙ্গ মেডিকেলে কুইক রেসপন্স টিম

এবার করোনা পরীক্ষা হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রস্তুত করা হয়েছে ‘রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট’। উত্তরবঙ্গ মেডিকেলে জরুরি বিভাগের ভবনের দোতলায় প্রস্তাবিত ট্রমা সেন্টারের ওয়ার্ডটিকেই ওই কাজে লাগানো হবে। আপাতত ১০টি শয্যা থাকছে সেখানে। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের মতোই কোরোনা নির্ণয় পরীক্ষা হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আজ জানিয়েছেন দ্রুত এখানেও চালু হবে করোনা টেস্ট । আগামী সোমবারে এই পরীক্ষা চালু হতে পারে । উত্তরবঙ্গে করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে মূল ভরসা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। উত্তরবঙ্গের অন্যান্য জেলা হাসপাতালে কিছু আইসোলেশন বিভাগ থাকলেও সেখান থেকে কোনও রোগী রেফার করলে ভরসা এই মেডিকেল কলেজ। করোনা আক্রান্ত কিনা এই পরীক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত পরীক্ষা কেন্দ্র ।