দেশ

এই মুহূর্তে লকডাউন ওঠার কোন সম্ভাবনা নেই সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর

আগামী ১১ এপ্রিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিঃ করোনা মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ১১টা নাগাদ শুরু হয় বৈঠক।ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে লকডাউন-সহ একাধিক বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, শিব সেনার সঞ্জয় রাউত, বিজেডি নেতা পিনাকী মিশ্র, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব-সহ অনেকেই। তাত্‍পর্যপূর্ণভাবে, প্রথমে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে এদিন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আলোচনায় অংশ নেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ১৪ এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বাড়ানো ও করোনা সংক্রমণ রুখতে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি, সাংসদ তহবিল বাতিল (MPLAD)করার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। শুধু তাই নয়, করোনা মোকাবিলায় MPLAD ফান্ডের টাকা সরাসরি রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতারা। এই মুহূর্তে লকডাউন ওঠার কোন সম্ভাবনা নেই সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র। আগামী ১১ এপ্রিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সূত্রের খরর,’লকডাউন বাড়ানোর জন্য় একাধিক রাজ্য আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। এমনকি, বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্র সরকার এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে’।