গত কয়েকদিনে উত্তরবঙ্গ এবং নেপালে চলছে অবিরাম বৃষ্টি। যার জেরে উত্তরবঙ্গের পরিস্থিতির আরও অবনতি ঘটল। জল ঢুকতে শুরু করেছে আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক গ্রামে। এর মধ্যেই শনিবার সকালে জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া অভয়ারণ্যে। যার জেরে সমস্যার মুখে বন্যাপ্রাণীরাও। ইতিমধ্যেই জলমগ্ন অভয়ারণ্য পরিদর্শন করেছেন বিডিও৷ বনকর্মীদের ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ পরিস্থিতির অবনতি হলে বন্যপ্রাণীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করছে বনদপ্তর৷ এদিকে, প্রতি মুহূর্তে বাড়ছে রায়ডাক, বামনি, সংকোশ নদীর জলস্তর৷ ইতিমধ্যে জলের তোড়ে বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। একটানা বৃষ্টিতে বিভিন্ন রাস্তাতেও নেমেছে ধস৷ রাতভর ভারী বৃষ্টির জেরে কালিম্পংয়ের শ্বেতিঝোরায় ধস নেমেছে৷ যার ফলে বিপাকে পর্যটকরা৷