দেশজুড়ে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এর মাঝেই তা কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বললেও কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশজুড়ে এনআরসি কার্যকর নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি । আর আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত জবাবে জানান, এখনও পর্যন্ত দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার ।