নয়াদিল্লি: অগাস্টে বাদল অধিবেশনের পর এবার ঘোষিত হল সংসদের শীতকালীন অধিবেশনের দিন। গত দু’বছরে সংসদের শীতকালীন অধিবেশন ২১ নভেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ চললেও এবার তার মেয়াদ কমে গিয়েছে।আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষের সচিবকেই এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। এই শীতকালীন অধিবেশন চলাকালীন বেশ কয়েকটি বিল গৃহীত হতে পারে। এই অধিবেশনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স আইনে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।সম্প্রতি একটি অর্ডিন্যান্স হল নতুন ও গার্হস্থ্য উৎপাদনকারী সংস্থাগুলির কর্পোরেট করের হার হ্রাস সংক্রান্ত অর্ডিন্যান্স, যা অর্থনীতিতে মন্দা দূর করতে এবং প্রবৃদ্ধি বাড়াতে আনা হয়েছে। আয়কর আইন, ১৯৬১ এবং অর্থনৈতিক আইন, ২০১৯ এর সংশোধনীগুলি সমর্থন করার জন্য সেপ্টেম্বরে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। দ্বিতীয় অর্ডিন্যান্সটি সেপ্টেম্বরে জারি করা হয়। এটি দেশে ই-সিগারেট জাতীয় পণ্য বিক্রয়, উৎপাদন ও সঞ্চয় নিষিদ্ধ করতে আনা হয়েছে। উল্লেখ্য, এর আগে অগাস্টে সংসদের বাদল অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে সরকার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল। তারপরই সেই অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়।