
এনআইএ অ্যাক্টকে অসাংবিধানিক দাবি করেছে ছত্তিশগড় সরকার। অভিযোগ এই আইন রাজ্যের সার্বভৌমত্বে আঘাত হানতেই এই আইন তৈরি করেছে কেন্দ্র সরকার। এতে কেন্দ্রের নিজস্ব তদন্ত করার ক্ষমতা হরণ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে এমনই নালিশ জানিয়েছে ছত্তিশগড় সরকার। এনআইএ নিয়ে এই প্রথম কোনও রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হল। সংবিধানের ১৩১ ধারা মেনে নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেরল সরকার। এবার সেই ১৩১ ধারাতেই এনআইএ আইনকে বাতিল করার দাবি জানিয়ে ছত্তিশগড় সরকার আদালতের দ্বারস্থ হওয়ায় দেশজুড়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে সন্ত্রাস দমনের জন্য বিশেষ ওই সংস্থা তৈরি করা হয়। ২৬/ ১১-র মুম্বই হামলার পর এই সংস্থাটি তৈরি করেছিলেন তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এনআইএ-কে সন্ত্রাস দমনের জন্য মাত্রাতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। কোনও রকম মামলা ছাড়াই এনআইএ যে কাউকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে। দেশের যেকোনও জায়গায় গিয়ে তদন্ত করার এবং গ্রেফতারের স্বাধীনতা আছে তাদের। এর জন্য কোনও রাজ্য সরকারের অনুমতি তাদের নিতে হবে না।


