কয়েকদিন আগেই এন আর এস হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থকর্মী মিলিয়ে মোট ৭৯ জনের করোনা টেস্ট করা হয়েছিল। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে। উল্লেখ্য, মহেশতলার সেই করোনার রোগীর সংস্পর্শে আসার কারণেই এঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। কিন্তু অবশেষে আজ সকালেই মেলে এই স্বস্তির খবর। ৫ জন ছাড়া ইতিমধ্যেই হাতে মিলেছে তাঁদের মেডিক্যাল টেস্টের সেই রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে ওই ৭৯ জনের মধ্যে ৭৪ জন করোনা আক্রান্ত নন। বাকি ৫ জনের রিপোর্টও আজই জানা যাবে।