নয়াদিল্লি: এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে সন্তুষ্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ভারতে পা রাখার পরই এনআরসি নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানান তিনি৷ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে দিল্লিতে এসেছেন হাসিনা৷ এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর৷ তবে কিছুদিন আগে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দেওয়ার ফাঁকে মোদী-হাসিনার রুদ্ধদ্বার বৈঠক হয়৷ সেই বৈঠকে এনআরসি নিয়ে আলোচনা হয়৷ তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে মোদী জানান, অসমের এনআরসি চিন্তার কিছু নেই৷ এনআরসি’র প্রভাব বাংলাদেশে পড়বে না৷সেই কথা মনে করিয়ে হাসিনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, এনআরসি’র প্রভাব বাংলাদেশে পড়বে কিনা৷ জবাবে তিনি বলেন, ‘‘মোদীর আশ্বাসে তিনি সন্তুষ্ট৷ এনআরসি নিয়ে কোনও সমস্যা নেই৷ মোদীর সঙ্গে নিউ ইয়র্কে এই নিয়ে কথা হয়েছে৷ সব ঠিক আছে৷’’ অথচ নিউ ইয়র্কের বৈঠকে ভারতের এনআরসি নিয়ে মোদীর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন শেখ হাসিনা৷ বিজেপি নেতারা তাঁদের বক্তৃতায় হামেশাই উঠে আসে অবৈধ বাংলাদেশিদের দেশ থেকে বিতাড়নের কথা৷ বাদ যাননি অমিত শাহও৷ ভোট প্রচারে একাধিকবার তাঁর মুখে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর কথা শোনা গিয়েছে৷ এমনকী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকার সঙ্গে তুলনা করেন৷ কিছুদিন আগে কলকাতাতে এসেও তাঁর মুখে এনআরসি নিয়ে অনুপ্রবেশকারীদের প্রতি ফের হুংকার শোনা যায়৷ এই সব মন্তব্যই বাংলাদেশের উদ্বেগ বাড়িয়ে তোলে৷ যে উদ্বেগ ধরা পড়ে নিউ ইয়র্কে মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার গলায়৷ অনুমান, দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকেও শেখ হাসিনা ফের এনআরসি ইস্যু তুলতে পারেন৷ এই বিষয়ে পুরোপুরি আশ্বস্ত হতে চায় বাংলাদেশ৷