দেশ

এনকাউন্টারে খতম অপহরণকারী সুভাষ, জনতার গণপিটুনিতে মৃত অভিযুক্তের স্ত্রী, উদ্ধার ২৩টি শিশু

১০ ঘণ্টার অপারেশনে উত্তরপ্রদেশের ফারুখাবাদে এনকাউন্টারে নিকেশ অপহরণকারী সুভাষ বাথাম। সুস্থভাবে উদ্ধার করা হয়েছে ২৩ জন শিশুকে। পুলিশের সাফল্যে বেজায় খুশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকারী পুলিশদের ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, জামিনে মুক্তি পেয়ে খুনের অভিযুক্ত সুভাষ বাথাম নিজের স্ত্রী, এক বছরের কন্যা সহ ২৩ জন শিশুকে নিজের বাড়িতেই পণবন্দি করে রেখেছিল। রুদ্ধশ্বাস পুলিশি অ্যাকশনের পরে অভিযুক্তের কাছ থেকে মুক্ত করা গেছে ২৩ জন শিশুকে। অভিযুক্তও নিহত হয়েছে পুলিশের গুলিতে। এবার রক্ষা পেলেন না তার স্ত্রীও। জনরোষের মুখে পড়ে, গণপিটুনিতে মৃত্যু হল তাঁর! কিন্তু এই গোটা ঘটনায় অভিযুক্তের স্ত্রী–র আদৌ কোনও ভূমিকা ছিল কিনা, তা জানাই যায়নি। তদন্ত শুরু হয়েছিল সবে। কিন্তু উত্তেজিত জনতা সে সুযোগই রাখল না। পিটিয়ে মেরে ফেলা হল তাকে।