দেশ

এনপিআর-এ তথ্য না জানালে ১০০০ টাকা জরিমানা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

এনপিআর হওয়ার কথা ঘোষণা করার পর থেকেই দেশজুড়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলি। এরমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল এই এনপিআর-এর সময় যদি কেউ সরকারি প্রতিনিধিদের তথ্য দিতে না চান, বা ভুল তথ্য দেন, তাহলে সেই প্রতিনিধি চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘নাগরিকত্ব আইনের ১৭ নম্বর ধারায় বলা হয়েছে কোনও ব্যক্তি ভুল তথ্য দিলে তাঁকে ১০০০ টাকা জরিমানা করা যেতে পারে। কিন্তু ২০১১ ও ২০১৫ সালের জনগণনা পঞ্জির সময় এই নিয়ম ব্যবহার করা হয়নি। অর্থাত্‍ কাউকে জরিমানা করা হয়নি।’